প্রধান বিচারপতির কাছে বিএনপি নেতা-কর্মীদের স্বজনদের স্মারকলিপি কর্মসূচিতে পুলিশের বাধা

প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৩

প্রধান বিচারপতির কাছে বিএনপি নেতা-কর্মীদের স্বজনদের স্মারকলিপি কর্মসূচিতে পুলিশের বাধা

অনলাইন ডেস্ক:

কারাবন্দী বিরোধী দল সমূহের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ‘রাজবন্দীদের স্বজন’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর প্রেস ক্লাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে যাত্রা শুরু করেন বিএনপি নেতা-কর্মীদের স্বজনেরা। তবে পুলিশ তাঁদের আটকে দেয়।

মানববন্ধন ও প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি পেশের এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়াও ছিলেন কারাবন্দী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, আসিয়া আশরাফী পাপিয়াসহ আরও অনেকে। স্মারকলিপি নিয়ে কিছু দূর আগানোর পরেই পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা ফিরে যান।

এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।