কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক এমপি আব্দুল মতিন

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩

কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক এমপি আব্দুল মতিন

পজিটিভ নেটওয়ার্ক ইউএস :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৬ নং (মৌলভীবাজার-২) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন।

তিনি ( ২৬ নভেম্বর ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষে সহকারী রিটার্নিং অফিসার কুলাউড়া কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানিয়েছেন বিগত দিনের ন্যায় কুলাউড়াবাসীর উন্নয়নের সাথী হতে আবারও জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন। এজন্য তিনি সকলের সমর্থন ও দোয়া প্রতাশ্যা করেছেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়ে কুলাউড়ায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এর আগে তিনি কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, জয়চন্ডী ইউনিয়নের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বর্তমানে মৌলভীবাজার জেলা ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য। ২০১৮ সালে নির্বাচনে তিনি কাঙ্কিত নৌকা প্রতীক না পাওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেননি।

এ সংক্রান্ত আরও সংবাদ