নৌকার টিকিট পেলেন না গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩

নৌকার টিকিট পেলেন না গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

অনলাইন ডেস্ক:

দ্বাদশ জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে বর্তমান সংসদ সদস্য ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। ওই আসনে নৌকার প্রার্থী হয়েছেন বিপ্লব হাসান।

আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।

এর আগে কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেনের নামে নানা অভিযোগ তুলে মনোনয়ন না দিতে দলের সভাপতি শেখ হাসিনা উদ্দেশে লিখিত অভিযোগ দেন স্থানীয় ১৬ জন নেতা।

আবেদনে জাকির হোসেনের বিপরীতে যে কোনো প্রার্থীকে মনোনীত করার আবেদন করেন তারা। সম্প্রতি দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬ জনে সাক্ষর করা একটি চিঠি দেন তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ