ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩

ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

অনলাইন ডেস্ক:

সপ্তম দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর ) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ পণ্ড ও নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এর পর থেকেই দলটি লাগাতার আন্দোলনে রয়েছে। প্রথম দফায় ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিন দিনের অবরোধ ডেকেছিল বিএনপি।