প্রিন্স হ্যারিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পরিকল্পনা নেই ট্রাম্পের

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

প্রিন্স হ্যারিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পরিকল্পনা নেই ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট: অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে আলোচনায় ব্রিটেনের রাজকুমার হ্যারি। তবে হ্যারির বিষয়টি নিউইয়র্ক পোস্টের এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল নিউইয়র্ক পোস্ট সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ডিউক অফ সাসেক্সের অভিবাসন মর্যাদা নিয়ে মামলা চলা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিন্স হ্যারিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

ট্রাম্প বলেন, আমি এটা করতে চাই না। আমি তাকে একা ছেড়ে দিতে চাই। এমনিই স্ত্রীকে নিয়ে হাজারো সমস্যায় রয়েছেন হ্যারি। কারণ, তার স্ত্রী ভয়ঙ্কর। আমি আর নতুন করে হ্যারির সমস্যা বাড়াতে চাই না।
উল্লেখ্য, ২০২০ সালে রাজপরিবার ছেড়ে আমেরিকায় চলে যান হ্যারি ও মেগান। ক্যালিফোর্নিয়ায় থাকতে শুরু করেন। সেই সময় থেকে তার ভিসার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ, মাদক সেবন সংক্রান্ত তথ্য গোপন করে ভিসার আবেদন করেছিলেন হ্যারি। গত বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথাও বলেন ট্রাম্প।

তিনি দাবি করেন, ক্ষমতায় আসলে নিশ্চয়ই ব্রিটেনের রাজকুমারের ভিসা বিতর্কে নজর দেবেন। চলতি বছরের গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আমেরিকা। এ পরিস্থিতিতে অভিবাসীদের মধ্যে ক্রমশ বাড়ছে আতঙ্ক। তবে দুশ্চিন্তা নেই হ্যারি-মেগানের। কারণ, ট্রাম্প নিজেই বলছেন, আপাতত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না তিনি।

সূত্র : নিউইয়র্ক টাইমস।

এ সংক্রান্ত আরও সংবাদ