বইমেলায় ব্রেইল বই চান দৃষ্টিহীন পাঠকরা

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪

বইমেলায় ব্রেইল বই চান দৃষ্টিহীন পাঠকরা

ডেস্ক রিপোর্ট: প্রতিবছর বইমেলার আয়োজন করা হয় নতুন বই সংগ্রহের মাধ্যমে পাঠক-লেখকদের সম্পর্কের সেতুবন্ধের জন্য। নতুন বইয়ের ঘ্রাণ নিতে পাঠকরা ছুটে আসেন মেলায়। আর যারা দৃষ্টিশক্তিহীন, পড়াশোনা করে তারা দৃষ্টিকে জয় করেছেন। তাদেরও আগ্রহ রয়েছে নতুন বই পড়ার।কিন্তু তাদের চাহিদা মতো কোনও আয়োজন নেই মেলায়।এবারের বইমেলায় মোট অংশগ্রহণ করছে ৬৩৫টি প্রকাশনী প্রতিষ্ঠান।কিন্তু বই পড়তে আগ্রহী দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকদের জন্য রয়েছে একটি মাত্র স্টল। বাংলা একাডেমির বইমেলার প্রাঙ্গণের বাহির গেট-সংলগ্ন হাতের ডান পাশে রয়েছে ‘স্পর্শ’র স্টল। কিন্তু দৃষ্টিহীন পাঠকরা বলছেন,প্রতি স্টলে অন্তত একটি ব্রেইল বই থাকা উচিত তাদের জন্য।বইমেলার ১৭তম দিন শনিবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা যায়, সাদা বইয়ের পাতা খুলে হাতের স্পর্শে পড়ছেন একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। এ সময় তাদের জন্য অন্য কোনও স্টলে বই না থাকায় আক্ষেপ প্রকাশ করেন তারা। তারা বলেন, আমাদের জন্য প্রতিটি স্টলে অন্তত একটি ব্রেইল বই থাকা উচিত।স্পর্শের স্টলের তত্ত্বাবধায়ক নন্দিতা সাহা জানান, ২০১২ সাল থেকে বইমেলায় নিয়মিত স্টল দিচ্ছেন তারা। ২০২৩ সাল পর্যন্ত মোট ব্রেইল বই এসেছে ১১৯টি। তবে এ বছরই এসেছে ২৯টি বই। নন্দিতা আরও জানান, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা অনেক ধরনের বই পড়তে পছন্দ করেন। কিন্তু নানা জটিলতায় ব্রেইল আকারে সেসব বই প্রকাশ করা যায়। বেশির ভাগ ক্ষেত্রেই কপিরাইটের কারণে অনেক প্রকাশনা অনুমতি দেয় না। যে কারণে অনেক ভালো ভালো বই পড়া থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ