জিসানের স্বপ্ন

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

জিসানের স্বপ্ন

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ আফ্রিকার মাটিতে জিসান আলম যখন বাংলাদেশের জার্সি গায়ে অনূর্ধ্ব-১৯ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট খেলতে নামবেন, টিভি পর্দায় সেই দৃশ্য দেখে তার বাবা জাহাঙ্গীর আলমের বুকটা নিশ্চয়ই গর্বে ভরে উঠবে। হয়তো তার জাতীয় দলে খেলার সোনালী অতীত ধুলোবালি ঝেড়ে সজীব হয়ে উঠবে! সেই ১৯৮৯ সালে অনূর্ধ্ব- ১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে সেঞ্চুরি করেছিলেন তিনি। দীর্ঘদিন জাতীয় দলে খেলা ওপেনার জাভেদ ওমরের সঙ্গে ডাবল-সেঞ্চুরি ছাড়ানো জুটি গড়েছিলেন। কিন্তু রেকর্ডবুকে সেসব কিছু লেখা নেই। এবার তার ছেলে স্বপ্নডানা মেলতে যাচ্ছে বিশ্বমঞ্চে।

জিসানের ক্রিকেটার হওয়াটা ছিল একরকম অবধারিত। অন্তত তার পরিবারের দিকে তাকালে সেটাই মনে হবে। বাবা খেলেছেন দেশের বড় বড় ক্লাবে, চাচা জুয়েল হোসেন সুনাম কুড়িয়েছেন ভালোই।অন্য অনেক ক্রিকেটারের বেড়ে ওঠার গল্পে যেমন সংগ্রামের দিন থাকে, জিসানের তেমন নেই। তার গল্প বরং কেবলই ক্রিকেটকে কাছে টেনে নেওয়ার।

২০১০ সালে নারায়ণঞ্জ ক্লেমন ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটের আনুষ্ঠানিক দীক্ষা শুরু হয় জিসানের। তারপর দাপট দেখিয়েছেন স্কুল ক্রিকেটে। বাবার দেখানো স্বপ্ন-রঙিন ক্রিকেটজীবন, চাচার দেওয়া অনুপ্রেরণা— এসবই ছিলে জিসানের শুরুর দিনগুলোর সঙ্গী।

ভারতের সুপারস্টার ক্রিকেটার রোহিত শর্মাকে দারুণ পছন্দ জিসানের। রোহিতের মতোই তিনি ব্যাট করেন ওপেনিংয়ে। এশিয়া কাপ জেতা বাংলাদেশ দলে তিনিও ছিলেন।
কিন্তু ব্যাট হাতে এই আসরে প্রায় বিবর্ণ লেগেছে তাকে। তিনি অবশ্য সেই দুঃস্মৃতি নিয়ে পড়ে থাকতে চান না। বাজে দিন থেকে বেরিয়ে আসার শিক্ষাটা নিয়েছেন বাবার কাছ থেকে। নেটে খেটেছেন অনেক। এছাড়া বেশ কয়েকটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা তার সঙ্গী। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়েই স্বপ্নের ডানা আরও বিস্তৃত করতে চান এই যুবা।